এমন অনেক দিন-ই তো গেছে অভিনয় করে করে, বুঝতে দেই নি চোখে ঐ গুলো জল নয় অশ্রুই ছিল, কিন্তু তুমি চিন্তিত হতে পারো ভেবে সবগুলো অশ্রুবিন্দু ঝর্ণা হয়ে তোমাকে বরং আনন্দ দিয়েছে।


এমন অনেক বিকেল-ই তো গেছে আকাশ দেখে দেখে সত্যি ঐদিন আকাশটা মলিন-ই ছিল। কিন্তু তোমার মনের আকাশ মলিন হতে পারে ভেবে আমি সম্পূর্ণ বিকেলটা সপ্নীল বলে আকাশ পানে চেয়ে থেকেছি।


এমন অনেক সময়-ই তো গেছে কথা না বলে নিরবে কাটিয়েছি, যন্ত্রণার গিরিপথ তুমি বেয়ে উঠতে পারবে না ভেবে একাই মাড়িয়েছি তার সীমান্ত।


এমন অনেক রাত-ই তো গেছে ঘুমহীন চোখে, কিন্তু তুমি ঘুম থেকে জেগে উঠতে পারো ভেবে এক দীর্ঘশ্বাস বুকে চেপে রেখে কাটিয়েছি সম্পূর্ণ রজনী।


এখন আর বাস্তব প্রকাশের ইচ্ছে হয় না।আর কেন-ই বা ইচ্ছে হবে বলো! তাহলে আমি আগামী দিনগুলো কার সাথে অভিনয় করে কাটাবো....