জামের তুলতুলে দেহে নীলাভ বুকে সাম্যচিহ্ন এঁকেছে বাঁকা চাঁদ,
সম্প্রীতির পাহাড় আছড়ে পড়ছে ভূ-পৃষ্ঠের আস্তরে।


ভুলে যাও! তুমি পূর্বে ছিলে, উত্তর কিংবা দক্ষিণ মেরুতে নও তুমি,
মনেকর আজ-ই প্রথম -
তাই ভেদাভেদের সদর দরজায় মারো লাথি; রচনা কর চন্দন মিশ্রিত এক নতুন দিগন্ত-


যেথায় বাঘ আর হরিণ একসাথে খেলা করে, শান্ত মনে লাফিয়ে বেড়ায় ভোরের দোয়েল, শিয়ালের নখর থাবার আতংকে থাকেনা ঘরের মোরগ।


প্রত্যাশিত কোকিলের গানে আজ বেজে উঠছে দেখো! গুণের কন্ঠে আঁকা এক উন্মূক্ত থান, তুমি ও মিলাও সুরে সুর, ভাতৃত্বের বন্ধনে সিক্ত হোক কাচের বন্দীশালা -
সবাই বলুক আসন্ন ঈদ মানে রঙিন প্রভাত।