প্রজাপতি !
আজকে তোমার ধূসর ডানার গন্ধ নিবো,
নেশা ভরা কোমল ঠোটে কৃষ্ণচূড়ার ফুল
ফুটাবো।
যে যাই বলুক -
আজকে না হয় ভাসবো দু-জন
মেঘের কোলে,
ভিজবো হঠাৎ আপন মনে বৃষ্টি হলে।
.
প্রজাপতি !
আজকে তোমার চরণ তলে প্রেম কুড়াবো,
আবেগপ্রবণ ষোড়শ দেহে নিত্য নতুন খেল
খেলাবো।
তবে না হয়-
হাটবো দু-জন গল্প বলে কল্পলোকের,
এক নিমিষেই দূর হবে সব কষ্ট যত দীর্ঘ পথের।
.
প্রজাপতি!
আজকে তোমার কৃষ্ণ চুলে গাঁথবো মালা,
গন্ধে তাহার চপল মনের খুলবো তালা।
পরোক্ষণেই -
হারিয়ে যাবো ময়ূরপঙ্খী ডাগর না'য়ে,
ভালোবাসার শাপলা বেলি ভাসবে মোদের
ডানে বায়ে।
.
প্রজাপতি!
আজকে তোমার দিঘীর জলে কাটবো সাতার,
থমকে যাবে -
একশো রকম গল্প বলার সাধ্য আছে যে রূপকথার।
আজকে না হয় কাটিয়ে দেবো বসন্ত রাত
নিদ্রা বিনে,
আলাপ হবে নির্ঝরা সব জেগে থাকা তারার
সনে।