মনুষ্যত্ব কি বলে স্বার্থের জন্য ছুড়ি লাগাও নৈতিকতার গলে,
মনুষ্যত্ব কি বলে চরিত্রহীন হও তুমি আধুনিকতার ছলে,
মনুষ্যত্ব কি বলে হৃদয়টাকে ঘিরে ফেল কুসংস্কারের মলে,
মনুষ্যত্ব কি বলে অত্যাচার কর মানবের উপর ক্ষমতারই বলে,
মনুষ্যত্ব কি বলে জীবন ঝড়ের ধমকা হাওয়ায় পড়ে যাও তুমি হেলে,
মনুষ্যত্ব কি বলে মন নিয়ে খেলা করে যে চালাক তারে বলে
মনুষ্যত্ব কি বলে উদাসীন হয়ে থাক তুমি নিশ্চিন্তের ছলে,
নাহ! মানুষ্যত্ব কভু বলে না অমানুষ্যত্বের কথা;
মনুষ্যত্ব তো বলে না স্বার্থের জন্য মানুষকে কর খুন,
মনুষ্যত্ব বলে,ধর্ষন করো না, তোমারও আছে বোন;
মনুষ্যত্ব বলে কটু কথা বলো না,সংযত রাখ মুখ,
মানুষের ভালোবাসায় পুর্ণ করে নাও প্রশান্ত তোমার বুক।
মনুষ্যত্ব তো বলে সবাইকে তুমি সমানভাবে ভালবাসতে জানো,ছোটদের তুমি স্নেহ করো, বড়দেরকে মানো,
তবেই তুমি মানুষ হবে, মনুষ্যত্ব হবে অর্জন;
পশুত্ব নামক রূঢ় স্বভাবটা করিতে পারবে বর্জন।