গোধুলীর সোনালি অরুণ,
শুক্লপক্ষের রুপালি চাঁদ,
পাঠিয় দেব তোমার জন্যে।
ঘুঘু জোড়ার গুনগনানি,
কুকিলেরই কুহুতান;
রাখালের বাঁশির মনোরম সুরে
মন যে করে আনচান।
সুরেরটানে হাওয়ায় ভেসে আসবে তুমি নর্তকী সেজে,
অথবা সব সুরেরই মিলিত রুপে পাঠিয়ে দেব তোমার কাছে।
একটি পুকুরের দুটি পদ্ম,
ফিসফিসিয়ে 'আই লাভ ইউ' বলে,
হিজল গাছের নিচের ঝোপটি আজ
ভরে গেছে মুক্তো ফুলে।
শুভ্র ফুলেরই গাথা মালা,
পাঠিয়ে দেব তোমার জন্যে।
গোলাপের সবটুকু লাল,
এক পৃথিবীর সব সবুজ
নীল আকাশের পুরোটা নীল,
পাঠিয়ে দেব তোমার জন্যে।
পাতাল দেশের ঝিনুক-মুক্তো,
দীপ্যমান সন্ধ্যাতারা,
এনে দেব তোমার হাতে,
যদি একবার বলো পদ্মফুল দুটি 'যা বলে ছিল'।