শহর জুড়ে আমার অনুভূতির ককটেল।
কখনো শুনশান বৃষ্টি রাত
বা কখনো সবুজ সকালের অলস ক্লান্তি
ওষুধ মাখানো ঘরে কেমন যেন বিস্বাদ এক শান্তি।
ট্র্যাফিক জ্যামে চোখ আটকায় সবুজ ওড়নায়,
আমি নেমে পড়ি। (আমি কি সাঁতার জানি?)
একটা বিশাল প্লেন নেমে আসে মাটিতে।
ঠিক তার উল্টোদিকে মানিব্যাগ খসে পড়ে ভিখারির বাটিতে।
আজ চিন্তা নেই বাসে ওঠার।
বা ট্রেন মিস করার।
কে লুকিয়ে ডাইরি পরে আমার?
ফুটপাতে দাঁড়িয়ে ওরা সিগারেট ধরায়,
জানিনা কি তাড়া করে আমায়।