এরকমই একটা সিনথেটিক ঢেউ এসে দাঁড়িয়েছিল চুপ করে আমার জানলায়,
আমি মাঝ রাতে তখন চড়ে বসেছিলাম টেলিফোন টাওয়ারে।
একটা হলুদ ট্যাক্সি স্যাট করে বেরিয়ে যায় কান ঘেঁষে, মিলিয়ে যায় অন্ধকারে।
বাড়ি ফিরে এসে দেখি তছনছ করে দিয়ে গেছে কবিতার ঢেউ আমার শরীরটাকে।
আমি অতটাও অবাক হইনা যতটা হবো ভেবেছিলাম।
শরীরটাতে তখনও কবিতার ‌‌ক্ষতের দাগ,
ছিঁড়েখুঁড়ে গেছে দেহ। চাপ চাপ ইমোশান লেগে আছে তখনও নিউরোনে।
জটলা পাকায় পাড়া প্রতিবেশী, কোনো সবজান্তা
উকি মেরে বলে “শেষমেষ টুকলি সেই বিদেশি”।
বডিটার দিকে তাকিয়ে থাকলাম অনেক্ষন,
কবিতা দিয়ে কুপিয়েছে নাকি। বাঃ কি সুন্দর। চৎকার কাজ তো!
সুন্দর সকালটা আবার সুন্দর হতে থাকে।
ভেজা বাতাসার মতো একটা চকচকে সূর্য ওঠে।
ভিড় পাতলা হয়, খবরের কাগজ আসে
সাইকেলে চড়ে।
আমি সিগারেট ধরিয়ে চরে বসি আবার
টেলিফোন টাওয়ারে।