অপূর্ব বাংলাদেশ                                উপল হাসান


কি অপূর্ব বাংলাদেশ
কি অপূর্ব কোকিলের
ডাক,
কি অপূর্ব সুন্দরবন
কি অপূর্ব চিতা হরিণ
বাঘ,
কি অপূর্ব  গাছগাছালি
কি অপূর্ব  মৌমাছির
চাক,
কি অপূর্ব পাখপাখালি
কি অপূর্ব নদনদীর
বাঁক,
কি অপূর্ব রাঙামাটি
কি অপূর্ব সাগর সৈকত
অবাক,
কি অপূর্ব নীলাকাশ
কি অপূর্ব  ঝিনুক নুড়ি
শাঁখ,
কি অপূর্ব কর্ণফুলী
কি অপূর্ব জলপ্রপাত
থাক,
কি অপূর্ব তরে তরে
কি অপূর্ব মাটির পাহাড়
নাগ,
কি অপূর্ব সাঁওতাল,মুন্ডা
কি অপূর্ব পাহাড়িয়া
চাক,
কি অপূর্ব নির্জন চা-বাগান
কি অপূর্ব  ঘ্রাণ ভরা
নাক,
কি অপূর্ব জুঁই চামেলি গেন্দা
কি অপূর্ব রানী রজনীগন্ধা
তাক,
কি অপূর্ব ফিরে দেখো
কি অপূর্ব সূর্যোদয়-শীত
মাঘ,
কি অপূর্ব গোধূলির রঙ
কি অপূর্ব সূর্যোস্ত লাল
মুখ,
কি অপূর্ব তুমি বিশ্বকর্মা
কি অপূর্ব উপঢৌকন পূণ্য
হোক,


নেদারল্যান্ডস, ২৭-৩-২০২১সাল