স্বদেশ


তুমি সোনার ঘর
সবুজবীথি টিয়ে পাখি
অনেক নদীর ধমনী
মাঝিমাল্লার গান।
তুমি আবহমান চির
এক নবীন সুর...
পল্লীবালার রঙিন রুমাল
হাতি ঘোড়া হরিণ।
তুমি কামরাঙ্গা চর
বালিখলা শোলাকিয়া
রথখলা ধোলাইখাল।
তুমি জয়নালের পারাপার
ক্ষিপ্ত ষাঁড়ের ভঙ্গি।
তুমি বাবইপাখির
ঝুলন্ত নীড়পাতায়
নির্ভয় অম্বর
কবি বাউলের ঝাকড়া
চুলের মতন বটবৃক্ষ
শিকড়ে মোড়ানো যেন,
ফকির সন্যাসীর জটাচুল।
তুমি বারবার বিদ্রোহী
বর্ষের কালবৈশাখী
তুমি বিশ্বের বিস্ময়
মসলিন শবনম জামদানী।
তুমি সৌখিন নৌকা
মধুকর শঙ্খচুর উদয়তারা।


তুমি আমার অহংকার
আমার সৌখিন গল্প
তুমি প্রতিদিন সকাল
প্রতিদিন সাঁঝেরবাতি।
তুমি আক্রান্ত হলে
আমি হবো অগ্নিগিরি
মা মাটি স্বদেশ
প্রতিদিন আত্নার ধ্বনি
তুমি উর্বর বিস্ময়
এক সোনার খনি।