রাঙা দিদির মুখ                      (কবি কুমকুম সরকার-কে)


এই শহর মনে আছে?
দুধে-আলতা মাখা একটি বালিকা
চশমার পুরো লেন্সের ভেতর দিয়ে
ঠিকরে পড়তো তাঁর কবিতার দ্যুতি;


তাঁরও একটি বাড়ি ছিল
ছিল একটি ভরা নদীর গল্প,
উঠোন ভরা গেন্দাফুল
মচ্ মচ্ রোদ-ডালিম ফাটা দুপুর,
সময় পেলেই মোড়া টেনে
কলম-খাতা নিয়ে বসতো বারান্দায়,
মাথার 'পর শালিক -চুঁড়ই
ফাটা ডালিমে মৌ- প্রজাপতি
উড়ে উড়ে খেলা করতো কত,


আত্নার মতো জল-আলো-বাতাসে
এই শহরে বেড়ে ওঠা এক কবির কথা,
তাঁর সবুজ একটি ইউনির্ফম ছিল
গুরুদয়াল কলেজের কত উৎসব ছিল,


তারপর  একদিন প্রণয়ের পাশা
খেলতে খেলতে হারিয়ে গেল
হারিয়ে গেল রোদ্দু-ছায়ার বাড়ি
কত স্বপ্ন- সাধ কত প্রিয়জন....


আর সেই প্রিয় নদীটাও মরে গেছে,


দিদি এসো,জং ধরা দিনগুলো
শিরিষকাগজে  ঘষে ঘষে  তুলে দেব,
পাবে সেই কিশোরীর গন্ধ
মেওয়া-মড়ি দুধ সন্দেশ,
আর হাজার হাজার অচেনা
মানুষের মুখ হৃদয়হীন মানুষের মুখ।


নেদারল্যান্ডস, ৯-৪-২০২১সালj