আবার তোমায় আসতে হবে,
চর্যাপদের নতুন কিছু পদমালা আমার মুখেই শোনার জন্য,
আসবে তুমি, নতুন কোনো বাঁশির সুরে,
লুম্বিনীর এক নিঝুম বনে।
কাঠমন্ডুর নীল আকাশ যখন আবার হবে ধুলোয় ভরা,
একটি বোতল বিশুদ্ধ জল সংগে নিয়ে
আসবে তুমি, “সব কিছু ঠিক হয়ে যাবে,”
এই প্রতিজ্ঞা আরো একবার মৃদু হেঁসে বলার জন্য।
আবার তোমায় আসতে হবে,
এই শতাব্দীর ভুলগুলো মার্জনার জন্য।
হিমালয়ের বুক থেকে এক টুকরো বরফ আনবে তুমি,
আমার শুষ্ক নদীর বুকে জলের প্লাবন তোলার জন্য।
আবার তোমায় আসতে হবে,
একশ বছর বদ্ধ ঘরের জমানো সব ইন্দ্রজালের গ্রন্থি উন্মোচনের জন্য।
এক ফোঁটা কুয়াশার ছোঁয়ায়,
মৃত আমার সূর্যমুখী ফুলের প্রাণটি আবার ফিরে আনার জন্য,
আমি জানি আসবে তুমি আরো একবার ।