সুচারু শিল্পী সে এঁকেছে ছবি এক,
জগত বুকে ধরে দাঁড়িয়ে মুনিবর,
প্রাণীরা ঘোরে কারো নাই মনেতে ভয়,
মানব শিশু আর বন্ধু পশু হয়।
বাগানে ফুল হাঁসে সাগরে মাছ সুখে,
হরিণী ডেকে ওঠে বাঁচারই উল্লাসে।
আকাশে উড়ে উড়ে পাখিরা গান গায়,
সীমানা খোঁজে তবে দেখে না দুনিয়ায়।
হাঁসির ঝিলিক সে মুনিরও ঠোঁটে দেখি,
অমিয় প্রেমে ভরা সুখের এ পৃথিবী।
তেমনিই হতো যদি ছবির মতো সুখে,
রবে না চোখে জল কষ্ট কারো মুখে।