তোমায় নিয়ে স্বপ্ন ছিল একটি রাতের,
সে আর হলোনা,  
আধারিত হলো ধুলিময় এই শহর,
বাতাসে শানিত স্নিগ্ধতায়
ভরে দিতে ছিলাম বদ্ধপাগল।
ঘুটঘুটে অন্ধকারে জোনাকীর আলোতে
দেখতে চেয়েছিলাম তোমার পিপাসার্ত চোখ।
ভ্রু কুচকানো কপোলে
একে দিতে চেয়েছিলাম
এক রাশ প্রীতিউপহার।
গাল বেয়ে পরা  অশ্রুসিক্ত জ্বলে
অবগাহন করতে চেয়েছিলাম।
কালিময় চোখের কোনের জ্বল মুছতে
সিক্তবস্ত্র হতে চেয়েছিলাম।
ঔষ্ঠাবৃত হয়ে চেয়েছিলাম হতে স্বপ্নিল।
হতে পারিনি তবু।।। শুভকামনা কভু