বর্তমান---ভাবনায়----দুনিয়া


মেঘলা আকাশে বইছে কি হিমেল হাওয়া ?
সে হাওয়ায় ওড়াইছে কি নীলা আচল ?
টাপুর টুপুর শব্দের বিলাসিতায়
বিকশিত কি হলো জল্পনায়?

না,তীব্র উষনতায় ছাড়পোকা গুলো আঘাত করছে গায়??
না অগ্নিশিখার বলি হয়ে ফিকে হয়ে প্রাণ যায়?
নাকি আর কিছুক্ষন বইবে ঝড় বিপন্ন মানবিকতায়?
নাকি অঝোড়ে ঝরবে জল মেঘনীল আকাশগঙ্গায়?
নাকি মেঘের ভেলায় চড়ে পাড়ি দিবে দুর প্রহরায়?
যাচ্ছেনা বোঝা পৃথিবীর রুপ রহস্যজ্ঞানীর চেহারায়!
অবলা শান্তির খোজে ঘুরে ভীমরুলের কামড় খায়!
কীটপতংগের মহামারি রুপ নিয়েছে আজ শীর্ণ চেহারায়!
আহারে বাহার নেই তাই রহস্যের বাহ্যিকতায়!
গালে ভাজ নেই সাজ তবুও হুল ফোটাতে দেহ কাপায়
মহাদানবের হুংকারে ব্যাকুল ঝনঝনানি কপালের রাজটীকায়!
একালের যে মহাবাজিগর রোদ চশমা যার গলায়
অগ্নিশিখায় করে ছলছল ঝিকিমিকি আলো তার মালায়।
সামনে যে জ্ঞানপবন কৃষ্টে মেলে চেহারায়
চলে বহুপথ থাকে বাহুডোরে বাধিয়া সুখ খাসকামরায়।
ইনিয়ে বিনিয়ে ছিনিয়ে নেয় জড়ায় বিনিসুতার মালায়
ভুলিয়ে ভালিয়ে প্রতাপ চালিয়ে বাজিতে হারিয়ে ভয়ে পালায়।
সময়ের জল্পনায় চলে প্লাবন আর বিশ্বদ্রোহী শুকুরেরা ধনুক চালায়
দেহের পিন্ডগুলোতে মেলে ধার অস্থির হয় আস্টেপৃষ্ঠে ঘৃন্যতায়।
নরপংশুক হায়েনার দল চলে সদলবলে পাহারায়
আহারে ভাইরে সবেমিলে চালায় প্রঘাত ক্ষিপ্ততায়।
যা লিখেছি শুরুতে,মেঘ,বৃষ্টিরঢল নালিখি আর লেখায়


শান্তির আলোক বর্তিকা প্রজ্জ্বলিত হউক    
শহীদ আবরারদের আত্বার মাগফিরাত কামনায়।