লেখা বন্ধ হারিয়ে ছন্দ
আবরারের কপাল মন্দ
হায়েনাদের উৎপাৎ হয়না বন্ধ
ওরা ডাস্টবিনের গন্ধ।
ওরা নাকি মেধাবী ছিল মায়ের কোলে
ওরা নাকি দেশসেরা বাংলার সোনার ছেলে
ওরা শয়তান, ওরা ভন্ড,
ওরাপুরুষ স্বপ্নহারা
ওরা নষ্ট ওরা হারামজাদা ,
আজ আবরার একা তোমাদের ছাড়া। তোরা জাতহীন,পথভ্রষ্ট
তোরা মৃত এক প্রাণ
তোরা ফকিরের বাচ্চা,নির্বোধ
তোদের নেই কোন সম্মান ।
শালারা অশিক্ষিত,মুর্খ
তোরা কান্ড জ্ঞানহীন
তোরা গাইয়া,  ক্ষেত,
তোরা জ্ঞানে খুবই ক্ষীন ।
আজ জাতী নির্বিকার,অকাল কুস্মান্ড
তোরা ছন্নছাড়া এক প্রানী
তোরা নরপিশাচ,দুশ্চরিত্রের
তোরা বোকার হদ্দ জানি ।
তোরা বাতিল,কুৎসিত,
তোরা বেহুদা এক নর
শালারা মীরজাফর, বিকৃত,
তাই আবরার আজ হয়ে গেছে পর ।
আবরার ,,,চিৎকারে পাগল,উম্মাদ
সে বড্ড নিশ্চুপ একা
তোরা লম্পট, বিকারগ্রস্থ
তোরা হৃদয়হীন অযতনে রাখা ।
তোরা বাটপার, ভয়ানক,
তোরা কুকুড় ছানা
তোরা ইবলিশ শয়তান বলে,
তোদের সাথে কথা বলা মানা।