হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী,
             তিনি মোদের  প্রিয় বংগয়ালী।
             বাংগালী জাতীর পিতা মোদের,
             শেখ মুজিবুর রহমান কে নিয়ে
আমার ভাবনা।।।।।।।
            স্যালুট তোমায় তোমার পদতলে
            আমি জন্মেছি এইদেশে।।।।।
            


দেখিনি তোমায়  প্রানবন্ধু আপন দুটি  চোখে,
দেখিতে পাই শুনেই তোমায় পর  মুখে মুখে।
চিরঋনী হয়ে জন্মেছি এই বাংলায়,
মা তুমি নাড়ী পুতেছো কোন জংলায়।

হয়নি কেন জন্ম আমার,
যখন তুমি ছিলে এই ধরার।
সংগী তোমার হতাম তব  আগে,
তুমি নেই তাই ভীষন কষ্ট লাগে।


ইতিহাসের পাতায় পড়ি তোমার জয়গান,
তোমার জন্মে পেয়েছি এই দেশ বাড়িয়েছো সন্মান।
দিন এর পরে রাত পেরুলেই উঠে সুর্যতারা,
তুমি দিয়েছো এই দেশ তাই অসম্পুর্ন তুমি ছাড়া।


তোমার দেয়া সপ্ন নিয়ে পথ  চলছি দিবানিশি,
তোমার  ঠিকানায় আমরা  প্রিয় বাংলাদেশি।
হাজার বছর বয়স হলো এই পৃথিবীর তরে,
জন্মেনি কোন বাংগালি জন্ম জন্মান্তরে।

তুমি সার্থক কবি, জন্ম দিয়েছো বহু কাব্য কাথা,
তোমায় নিয়ে লিখি যত,শেষ হবে না কাগজের পাতা।
আমি দেখিনি তোমার ভাষন কিংবা শাসন,
শুনিতে পাই হুংকার,তুমি বজ্রকন্ঠের পদ্মলোচন।

বহুবছর শুনিয়াছি তোমার ৭ মার্চের ভাষন,
তবুও স্বাধ মেটেনি, তাই গায়ে আসে  কাপন।
তোমার তর্জনীর ইশারায় পিছু হটলো যারা,
ওরা ভন্ড,ওরা নরপিশাচ,ওরা নারীলোভী কারা?


চলিবে


লিখছি।