আর কত।।।।।
চরমে উঠেছি সরমে
জলে ডুবেছি গরমে
করমে পেয়েছি জ্বালা
তবুও জীবন চলছে ভালা


সরমে বলিনা কথা
গরমে ঘুড়ায় মাথা
জ্বালা হয়েছে গায়
পারিনা বলিতে হায়


কথায় পাই  সরম
মাথায় বুদ্ধি গরম
গায়ের গন্ধে পালা
হায়রে জীবন বালা


সরমে মাথা হেট
গরমে খারাপ পেট
গায়ে পড়েছে ফসকা
জীবন যাবে লংকা


সরমে নুহ্য মাধবীলতা
গরমে ফুটেনা ফুল পাতা
গায়ে সুবাস মেখে
জীবন চলছে দেখে


সরমে কুসুম কলি
গরমে হয় বলি
গায়েতে নাই শক্তি
জীবনে নাই ভক্তি


সরমে ভালবাসায় ঠোট লাল
গরমে ঘৃনা বাড়ায় চলে বহুকাল
জ্বালাতে হয় লক্ষভেদ
জীবন ছন্দ হয় ছেদ।


চরমে উঠেছি গরমে
নাভিশ্বাস উঠেছে করমে
জ্বালায় হয়েছে ভালা
কালায় বলে শালা।


লিখছি।।।।।।।।।।।।