আমি জন্মেছি বাংলায় অপরুপ এই দেশে
বাংলার মেঠো পথে ঘুরেছি ফেরিওয়ালার  বেশে
এই দেশের মাটি আমার মায়ের জায়নামাজের মত পবিত্র
এদেশের বাতাসে মিশে আছে বাবার গায়ের গন্ধ ঘর্মাক্ত
হুল্লুরে ঘুরে ফিরে মায়ের আচলে নোংরা হাত মুছেছি কত!
খেয়েছি বকুনি তবু আদর কমেনি এতটুকু হয়নি হৃদয় ক্ষত।
আমি জন্মেছি এই দেশে,
বাংলার জমিনে পথ চলতে কত স্বপ্ন একেছি মনে
হেটেছি ক্রোশ এর পর ক্রোশ তবু হারিনি কোন ক্ষনে।
হৃদয়ে গেথেছি মালা গেয়েছি কতশত গানের কলি
দেখেছি কত রংবেরংগের অলি গান গায় গীতাঞ্জলী।
গ্রাম্য খেলায় হেরে মায়ের আচলে মুছে লুকিয়েছি চোখের জল
কড়া শাসনে অস্থির থাকতাম তবে পাইতাম মনবল।
আমি জন্মেছি এই বাংলায়
সবুজ পত্র পল্লবে লেখা আছে স্বপ্নের মায়াজালে ঘেরা ইতিহাস
শুকনো পাতায় জড়িয়ে রেখেছি-মমতায় বেধেছি শ্বাস প্রশ্বাস।
আমি জন্মেছি এই বাংলায়
লাংগল কাধে কর্দ্মাক্ত মাটির সাথে সখ্য এক কৃষকের ঘরে
কুচকানো চামরার এক বজ্রকঠিন লড়াকু পিতা সারাটি জীবন গেছেন লড়ে
স্বপ্নাতুর চোখের নিচে কালো দাগে লেখা দেখেছি জীবনের চাওয়া
অবিনাশি মনে পায়নিকো ঠাই হবেনাকো পুরন তার অন্তিম পাওয়া।
সময়ে অসময়ে উৎকন্ঠায় উদ্ভেলিত হতে চেয়ে শুন্য হতে শুরু হতো কাজ
বলতে শুনিনি কি হবে ভবিষ্যত চিন্তায় ঘামেনি কপালে দেখিনি ভাজ।


চলিবে।।।।।।।।।।।।