17 মার্চে  
তুমি এসেছিলে মাতৃগর্ভের বাইরে হে পিতা
বুকে ধরে শুয়ে দেখছিল তোমার প্রিয় মাতা
ভুপৃস্ট তোমার আগমনে ছিল  প্রকম্পিত,
আকাশ ছিল নীলাভ আলোয় প্রস্ফুটিত!


তোমার আগমনি চিৎকারে জাগ্রত হলো জনতা
একটি গাছেরও পড়েনি সেইদিন শুকনো ঝরাপাতা,
পেলো নতুন শিশু পাখি টুংগী পাড়ার অজ গায়ে
আলতো আদরে চাদর মুড়িয়ে দিল তার মায়ে!


ক্ষুধার কান্না ছিলনা তোমার বাংলার মাটির প্রিয়গন্ধে
চতুর্পাশে তাকিয়ে হস্তপদ নাড়িয়ে দেখালে একি ছন্দে?
জানিয়ে দিলে আমি এসেছি বংগ ললনার কোলে
দাবায়ে রাখা যাবে না আমায় যেওনা তোমরা ভুলে!


শেখ মজিবুর রহমান নাম রাখলেন প্রিয় তোমার মা
পণ করলেন নামের প্রতি জুলুম হবেনা ক্ষমা
ছোট্ট শিশুর সাহস বটে ছিল চওড়া বক্ষে
বাবার শাসন মায়ের আদরে দুষ্টের ছিলনা রক্ষে!


শিশু মুজিব জানান দিলেন মানিনা জুলুম ভুতপেত
বাংলার জমিনে পিষিয়ে দিব শত্রু হবে শিরোচ্ছেদ
সেই হতে লেখা শুরু বাংলার নন্দিত ইতিহাস
থাকবো নাকো বদ্ধ ঘরে হবো না ক্রীতদাস!