বিচিত্র চিত্রের দেশে করি বাস
কখনও শীতল বায়ুতে করি অবগাহন
আবার কখনও ঊশ্নতায়  করি হাস ফাস
চিত্তের বিত্তে সকলের কাছে সমান
উচুনিচু ভেদাভেদে করি সকলি সম্মান।
মানুষে মানুষে করি বিগ্রহ নিজেকে করিবা বড়
বাচিবার লাগি সকলে একে অপরের হাত ধরো।
চারিপাশে দেখিবা চোখে কত বিচিত্র এদেশ
সকালে যে আমির সেবা সন্ধ্যায় ফকিরের বেশ
আসলের লাগি নকলেরে বানাই বিশুদ্ধ
মরনের কথা মনে পড়ে নাহি হই যখন ক্রুদ্ধ
বাতাসের সাথে মিশে  আছে দুষিত জ্বলকণা
বেচে আছি তারি সাথে নিয়ে স্বপ্ন ডানা
বিচিত্র এদেশে দেখি কত খেলা
অসময়ে ঘটে যত স্রষ্টার লীলা


অসমাপ্ত