বিষন্ন দিনলিপিতে ঠাই পেয়েছে হঠাৎ সুখাবেশ
বিপন্ন অন্তর তাই জেগে উঠেছে নিরবিঘ্নে-ভাবাবেশ
বিষাদে মাখা হৃদয়খানিতে উদয় হয়েছে উর্বর পরিবেশ
বিদির্ন দেহে তাই সুবাস ছড়িয়ে অচেনায় পীড়িত নির্বিশেষ।


নির্জ্বলা দেহাবশেষ ক্ষয়িষ্ণু হয়েছে জমানো স্বার্থপরতায়
নির্মম দিনলিপিতে লিখি ইতিহাস ঘৃন্য কুটিলতায়
নির্জনে বসিয়া অসহায় মনুষত্যকে বিস্বর্জন দেই ভাবনায়
নির্বাক চোখে স্বপ্ন একে দোদুল্যমান বিস্ময়ে করি অনুনয়।


উজানে চলিতে গিয়া  বারংবার এদেহ হইতেছে ক্ষয়
কুল হতে কুল দিতে পাড়ি ভাটিতে তেমনি যেতে হয়।
সম্মুখে যে পথ কন্টকীর্ণ চলিতে লাগে ভয়
পিছনে ফিরিয়া দেখিতে গেলে হবে নাকো জয়।


যতসব উদ্বেগ আর উৎকন্ঠা জাগে মনের গহীনে
সামনে আগুয়ান হই ভোরের সুর্যের আহবানে।