ভিতরের মানুষটাকে যদি পারি গো চিনতে
বলা যেতো কত লাগে দাম তোমায় কিনতে
তুমি কালোর আড়ালে আলোকিত এক মানুষ
কালোকে কালো বলেই হই কেন এত বেহুশ
তুমি নারী তুমি মানুষ এই হোক পরিচয়
তুমি নিজেকে আবদ্ধ করে রেখেছো নিশ্চয়
তুমি বেরিয়ে এসো ওগো আপন আলোয় জ্বলে
প্রজ্বলিত হয়ে বিকাশিত করো-হে প্রাণ খুলে
তুমি কালো বলে ভেবোনা তুমি বড় অসহায়
তোমার আছে বাদামি চোখ দেখবে বিশ্বময়
হতো যদি হৃদয়ে  তোমার, আমার বসবাস
দেখতাম কালো আলোয় নিয়ে বিদির্ন  উচ্ছাস
কালো তবু ভালো হবে যদি মনে থাকে না কালো
ভালবাসায় সিক্ত করে আপন হলেই ভালো
হৃদয় ছিরে দাওগো আমায় কালো হবেনা মানা
তোমায় নিয়ে হবে লেখা ইতিহাস বিশ্বে জানা
তুমি কালো বলে এত দামি যায়না ওগো চেনা।



এই লেখার কিছু ইনার মিনিং এবং নির্ধারিত এক্টি ফরম্যাটে লিখছি ( যেখানে প্রতি লাইনে ১৭ টি অক্ষর আছে এবং সতেরো টি লাইন আছে)