মাটির মায়ায় ছায়ায় ঘেরা বন মহুয়া ডাকে
ফিসফিস শব্দে আনমনা মন চেয়ে থাকে
জানি ফিরবে নাকো অবসরে কুঞ্জ কাননে
ভরাবে দেহপল্লবে অমীয় প্রস্নবানে
সুবাস ছড়াবে তব দেহের ঊস্ন স্রোত জলে
মৌনতা হারিয়ে যৌবনা হবে মনকুলে
দুকুল ছাপিয়ে উপচে পড়া তৃষনার জল
কপোল বেয়ে প্রবাহিত হয় দুখের ঢল
সুনিবিড় রৌদ্রছায়ায় মনপবনে উঠে ঝড়
দখিনা হাওয়ায় ঠায় মনের অজান্তে করি পর
আশার পিদিম জ্বেলে প্রতীক্ষায়  দাড়িয়ে একা
অপেক্ষার দিনগুলো তাই নিতান্তই বড্ড বাকা
যে আশার স্বপন গুলো হৃদয় সাগড়ে আকা
কখনওবা কভু ভাবনায় নির্লিপ্ততায় দেয় ধোকা
বিস্তীর্ণ অক্ষীগোলকে তারাদের মত হৃদে জলছে প্রদীপ খেলা
আলো আধারে ঘুরেফিরে দেখি  ঠুনকো সুখের মেলা।