আজ নাকি বসন্ত
এসেছে বাংলায়
মনভুলা হৃদয়ে
দেয়নিতো দোলায়ে


গাছে নেই শিমুল ফুল
নেই আম্র মুকুল,
শীত  তো নেয়নি বিদায়
মনে নেই তাই আকুল


গানে গানেই বসন্ত
দেখা মেলে মেলায়
বাসন্তি শাড়ী পরে
নারী কোমর দোলায়


হাত ভরা চুড়ি
আর কানে গুজে ফুল
বাসন্তির তালে তালে
বাজে ঢাকঢোল


দিনটি তাই  হয়ে উঠে
উৎসবের আমেজ
শীত কে ইতি দিয়ে
বসন্ত বরণ আজ


কতগুলো বসন্ত
হারিয়েছি হেলায়
ব্যস্ততায় ভুলে যাই
যাইনিতো মেলায়


হিসাবের ঝুলিটা
খুলে দেখি আজ
যোগ বিয়োগ গুন ভাগ
হয় চৌত্রিশ, গালে পরেছে ভাজ।।।।


শুভ বসন্ত।।।।।।
আলতাফ
গত বসন্তে লেখা