বৈশাখ উদযাপন শতসিদ্ধ হয়নি মনে হয়
বাংগালীয়ানায় দেইনি শতভাগ পরিচয়
অতি উৎসাহে যদি একখান লুংগি পরা হয়
তবেই হবে মুন্সীয়ানা বাংগালীতে নইলে নয়


বোশেখ উদযাপনে আজ চোখে  পড়েনা
গ্রাম্য মেলায় লাঠি খেলায় দৃস্টি কাড়েনা
মাথায় গামছা আর চটি পায়ে কেউ পড়েনা
বোশেখ এলেও সাহেবি বেশ ছাড়েনা।


বোশেখ এলো বোশেখ গেলো কিষান বধু কই
দেখা মেলেনা বোশেখি মেলায় চিড়া কলা দই
হাতি ঘোড়ায় আকা মিস্টি খাজা মুড়ি মুরকি খই
পাইনা স্বাদ খাবার,পোশাকে,নেই হুল্লর হই।


বোশেখে আজ বাজেনা কানে তাকধুমাদুম ধুম
ঢোলের শব্দে নেয়না কেড়ে সাজের বেলার ঘুম
নারীর কানে শোভা পায়না মাটির কুমকুম
মৃতশিল্পের কারিগরদের নেই তাই কামকাজের ধুম।


সকাল বেলার শোভা যাত্রায় দেই মংগলের বার্তা
পান্তার থালায় হাত ডুবিয়ে খাই ইলিশ,ভর্তা
খাবার পাত্রে নেই বাংগালীয়ানা,গায়ে থাকে কুর্তা
মাটির বাসনে ময়লা থাকে,তাই বলে বাড়ীর কর্তা ।


আর কত কি বাংগালীয়ানায় হয়না সত্য প্রকাশ
বোশেখ মানেই  কালবৈশাখী, কালো হয়না আকাশ।
বোশেখ মানেই নতুন সুরে গান বাজেনা কানে
শহুরে তাও ফিকে হয়ে প্রেমিক বোশেখ আনে।


আলতাফ
১৫/০৪/২০১৯ খ্রিঃ