পাওয়া না পাওয়ার বেদনার  চিৎকার
কড়া নাড়ে  অবহেলার দরজায়
অতিক্রান্তের অভিযাত্রায় ব্যর্থ বারে বার
চিৎকারকে তোমার তাই শব্দ দূষন মনে হয় !!


ঘুমহীন  রাত্রি, টানা   দুটি চোখে  
অস্পষ্ট কালো  দাগ হয়েছে ঠাই
গোচরীভূত হয়নি তা ,কষ্ট বুঝাই লিখে
চোখের ভাষাকে বেহায়া ভাবো তাই


প্রত্যক্ষতার ভয়ে স্তব্ধ হয়ে    
কাঁপা কন্ঠ ঠোটের প্রেম নিবেদন.....
বজ্রকঠিন  মনের দরজায়
তাড়িত করতে পারেনি কোন দিন
  
আমার প্রেম নিবেদনকে তাই  
       পাগলের প্রলাপ মনে হয় !!


জোছনা ভরা আকাশ, মনে হয় নীলনদ
খুজিয়া বেড়াই সহাস্যমুখ প্রেমী ওগো চাঁদ
সহস্রাব্দ সময় করেছি পার দেখিয়া ঝলমল তারা
অপেক্ষার প্রহর বেড়েছে কেবল দাওনি তো ধরা


বৃষ্টি ভেজা দিনগুলোতে মনে উকি দেয়
আসবে ঊশায় বসবে পাশে নরম হাতের ছোয়ায়
ভেজা চুলের বেনী গেথে,চোখে কাজল মেখে
চাইবে প্রেম দুহাতের বাহুতে আগলে রেখে।


রৌদ্ররশ্মি তেজী হয়ে পড়বে মায়া জালে
মায়াবিনী পাগল হয়ে টোল ফেলবে গালে
ঘর্মাক্ত শরীরিণীর মধুমাখা ঘ্রান
উতালা হয়ে বাতাসিত  হয় প্রাণ।
।।।
সন্ধ্যে পাখিরা ফেরে যখন ধুনায়
পাগলিনী বসে ভাবে ঘরের এক কোনায়
বাকা চাহনীতে আবেগিত হয়ে ফেলে চোখের জল
ধুপছায়া হয়ে আকাশ ফেরিতে, নামবে সমুদ্র তল।