চোর করবে চুরি
গায়ে মেখে তেল
ধরতে যেনো পারেনা কেউ
মাথায় ভাংগে বেল


সিধ কেটে ঘরে ঢোকে
ভাংগে সিন্ধুক তালা
ঝুলি ভরে সোনা দানায়
বঝুক মালিক শালা


টিপে টিপে খালি পায়ে
এদিক সেদিক চায়
ক্ষুদার জালায় পেটের দায়ে
যাকিছু পায় তাই খায়


রাত্রি নিঝুম যখন
জোনাকিরা হাসে
চোরের মনে চুরির কায়দা
মাথায় বুদ্ধি আসে


বুদ্ধি করে যে করেই হোক
মালিকেরে দিতে হবে ফাকি
ঝুলি মাথায় মন্ডা মিঠাই
পোষাক পরে খাকি


কিছু চোর আছে সবে
নিজ ঘরেতে করে বাস
আপন লোকের করে ক্ষতি
ঠকে সেথায় প্রতি বার মাস


এই চোরের নাইকো গতি
সন্দেহে যদি পরে ধরা
সবাধানতায় অসাবধান হলে
চলবে মরার উপড় খাড়া,,,,,


আর না লিখি