দেখতে দেখতে কেটে গেলো আরেকটি বছর
সবে মিলে বয়স পয়ত্রিশ হলো পার
কপালে পরেছে ভাজ মাথায় পাকছে চুল
শহস্র কর্মের মাঝে আছে অসীম ভুল
জন্মেছি সত্য ,মর্ত্যের আলোক করে ধারণ
মৃত্যু নিশ্চিত জেনেও বাচতে চাই অকারণ
সুখে দুখে আনন্দ বিলাসে যাচ্ছে দিনক্ষন
বয়স বেড়েছে তবুও বাড়েনি বয়সের মন
এখনও মনে হয় শৈশবেই পরে আছি,
চাই সকলের মার্জনা নিয়ে চিরকাল বাচি।
না,, যেতে হবে আবার ফিরে
।।।।।।।।।।।। এসেছি যেখান থেকে
পিছনের সময় গুলোই ছিল সেরা
।।।।।।।।স্মৃতিগুলোই যাবো কেবল রেখে।


--আলতাফ--