চলছি আমি অবিরত
বিরামহীন পথচলা,
কুলহীন এ পথে ব্যস্ততা শত
কভু যায়না তো ভোলা...


দিন গুলো সব হচ্ছে কঠিন
মর্মহীন তবুও সংগ্রামী জীবন
সাদাকালোয় ভালই ছিলাম
দুঃস্বপ্ন হলেও সময় এখন রংগীন


কর্মের নেশায় মাতাল যদি
করছি শেষ সময় নিরবধি
ভালোর জন্য অভুখ ছুটোছুটি
দিনশেষে সব কাদা বালি মাটি


আহা জীবন বহে স্রোতধারায়
তেত্রিশ পেরিয়ে চৌত্রশে খারায়
তবুও মর্মস্বাদের দেখা মিলেনা হায়
তবে কি মৃতুঞ্জয়ী হয়ে পড়বো লুটিয়ে পায়?


হবে তবুও ভালোর কাছাকাছি
যা কিছু ধরায় আছে মিছামছি
দু:খগুলো সব ভুলে মিলে আছি
খেলছো বিধাতা  ভো ভো কানামাছি ,,