সময় কাটেনা দুরপানে বসে একাকি
বুঝতে  পারি দু:সময়ে আছে  কিছু বাকি
বিষন্ন মনে বসে রই তাই একান্ত একা
গতিষ্ণু পৃথিবির চারিপাশ  দেখি ফাকা
তুলির আচড়ে হৃদয়ে রয়েছো তুমি আকা
আমায় ছেড়ে পথ চলছো বাকা
বিষাদে ভরা হৃদয়ে তুমি নেই
চলছি পথে দুখের সাথে আমি আছি সেই
বদলে তুমি নিজেকে করেছো ধন্য
ভষ্ম হৃদয়ে দোল খায় তোমার জন্য
তখন নিদ্রাবিহীন তোমায় ভেবে হই সাড়া
সংগি হয়ে দুখের অনলে ভাংলো ঘর যারা
কষ্টেরা  তখন বিদিক ঘুরে ডানা ঝাপ্টায়
খুজে ফেরে সুখ একলা বিষন্নতায়
দিবাশেষে রাত্রীতে নীড়ে ফেরা দেহে
ক্লান্ত অবসাদে ভীড় জমায় অবগাহে