কল্পনার চাদরে সত্য আড়াল করে বাস্তবতা গেলে ভুলে
দৃষ্টির অগোচরে বিষাধে অনল পড়ল ঢলে
বৃষ্টিস্নাত রাত্রীদের সাক্ষী রেখে অধরায় চলে গেলে
অর্বাচীন ভেবে তৃষ্ণায় কাতর কল্পোমেখে গেলে ফেলে
আমার যাওয়ার সময় হয়েছে মেরোনাকো পিছুটান
পৃথিবী ভুলে পরকালের লাগি হবে জান কোরবান
আমার ফেরার সময় হয়েছে বিধাতার দাও সাড়া
যেতে যেতে বলিতে চাই আপন কেহ নাই তুমি ছাড়া
হেরে গেছি আমি হেরেছে যাত্রাপথের বড্ড বাড়াবাড়ি
নিস্তব্ধ হয়ে যাচ্ছে আমার ভেতর বাহিরের রেলগাড়ী