শহরের অলিগলি ভাংগা রাস্তায় পথভুলি
দেখি শত সহস্র অবহেলায় পড়ে থাকা বালু ধুলি
আবর্জনায় ভরপুর ডাস্টবিন আর নোংড়া ড্রেন গুলি
দেখেও না দেখার ভনিতা করে ভংগুর পথচলি


সমাজের চোখে দেখি অবিনাশি অনুযোগ
কর্তাব্যক্তিদের চোখে সুখ নেই কোন উদ্যোগ
দোষের উপড় দোষ দিয়ে শুধু করি অভিযোগ
আবর্জনায় জীবন নষ্ট সেদিকে নেই মনযোগ

যত্রতত্র ছিটিয়ে থাকা পচা ময়লার দুর্গন্ধ
শহরবাসী অস্থির ,শহরপিতা হয়েছে অন্ধ
বেচেথাকাই বেজায় দায় কপাল নাকি মন্দ
ভাল থাকি কেমনে ডেংগুতে হারাই ছন্দ