এই দেশ সবুজ শ্যামলে ভরা
স্বাধীন হতে মুল্য দিয়েছি চড়া
তাইতো।।।
অপরুপা সোনালি স্বপ্নের বীজ বুনি,
চলো সবাই দেশ গড়ার আহবান মানি।


জীর্ন শিকল ভেদি খুলে দিবো দাড়,
চলবে লড়াই, চড়াই উৎড়াই সময় হবে পার।
জয় হবে নিশ্চয়,বিজয় আসবে ভোরে আসবেই,
ভয় পেয়ো নাকো তোরা সম্মুখে যাবে ওরে যাবেই।


চারিদিকে সোনালী ধানের সবুজের চাষ,
দিখিতে চাই রুপের বাংলায়  বার মাস।
কৃষানীর মুখে হাসি আর কৃষকের মনে আনন্দের মাদল,
রুপকুমারি স্বপ্ন দেখে বজ্রকঠিন নামে যেমন বৃষ্টি বাদল।


আমি খুজি তারে স্বপ্নলোকে বাজে মনে সুর,
সবুজের মায়ায় ধন্য হয়ে হাটি পথ বহুদুর।
কোকিলের কুহতানে হৃদয়ে পেলো দোলা,
মনের মাঝে ভয়ের কাপন তবু গাথি প্রেমের মালা।


ভালো বাসি দেশকে ও ভাই প্রেমে পরি কৃতজ্ঞতায়,
দিয়েছে মোরে চলার পথ,দেইনি প্রতিদান অজ্ঞতায়।
করি পণ আমরণ চলব একিসাথে মিলেমিশে,
মুসলিম,হিন্দু,খৃষ্টান, বৌদ্ধ, না করি রেষারেষি।


।।।।
সমাজ সংসার সুখ দুখঃ আছে ভাল মন্দ,
নীল আকাশে মেঘের খেলায় দেখায় নৃত্য ছন্দ।
সম্মুখপানে দৃষ্টি অবিরত খুজি প্রানের খেলা,
বর্ষার রিমঝিম ঝিম ঝিম আর দেখি প্রেমলীলা।


এই দেশের মাটির গন্ধে ঘুম আসেনা চোখে,
  একলা চলি পথে ধুলি লজ্জা ঢেকে রাখি মুখে।