আর কাদিতে চাহিনা এ বেলায়
এ কোন বিষে বাধিয়াছো হেলায়
মনে হয় ক্রুশবিদ্ধ হইয়াছে গলায়
মরিয়া বাচিয়া থাকি এই খেলায়।


কোন পিছুটানে ফিরিয়া দাড়াই?
নিদ্রামগ্ন হইয়া খুজিয়া বেড়াই
চলিতেছে কোন সুখের লড়াই?
যে বীনা খুজি, আর বুঝি হারাই।


চাহিনা কালোমেঘের ইশারায় থাকিতে
কিনেছিলাম হৃদয় খানী কি বাকীতে?
হুংকারে কাপিতেছি বজ্রের ঝাকিতে
ভয়ে পালিয়া বেড়াই গানের কলি হাকিতে।


চিনিবার লাগি বারংবার হইতেছে ভুল
ছলছল ধনিতে জলছাপিতেছে দুকুল
ধ্যানমগ্ন স্রোতস্বীনীর নোলকে যে দুল
তাহা নয় কোন বেরংগা প্রজাপতির চুল।


দ্রুপদির চোখে বিষন্নতায় ভরা আবেগ
তাড়িয়ে বেড়ায় সারিসারি কাল মেঘ
  
আলতাফ