দুর হতে আজি
       দেখি কান্নার জল
শুনি হৃদয়ের আতশবাজি
  ।।   নামে বৃষ্টির ঢল।


দুর হতে আজি গুনি
।।। ফোটায় ফোটায় ঘৃনার মহাসিন্ধু
শুনি হৃদয়ের বজ্রধনি
।।।।।কর্নে বাজে বিন্দু বিন্দু।


দুর হতে দেখি কত অর্জন
।।।। সহস্র বেদনার প্রতিধবনি
শুনি হৃদয়ের মেঘ গর্জন
।।।।।। মনেতে দুখের অমর বানী।
দুর হতে দেখি
।।।।।।।। গগন বিবাগী উচ্ছাস
শুনিয়া মুছি আখি
।।।।।।।। আবেগের দুরন্ত প্রচ্ছাস।


দুর হতে কথা বলি
।।।।।।। বজ্রকন্ঠের লেলিহান আবেগ
শুনিয়া অন্তরের রথে চলি
।।।।।।। শুন্যতায় কল্পোমন বিবাগ।  


দুর হতে দেখি চোখের পলকে
।।।।।।।।।। আসমান জমিন একাকার
শুনিতে ব্যাকুল বিচ্ছিন্ন আলোকে
।।।।।।।।। চাহনিতে দুর্ভেদ্য সুখ নির্বিকার।


দুর হতে জানতে চাই
।।।।।।।। রবে কি সিন্ধু পারে
শুনিতে যদিও না পাই
।।।।।।। তবুও তৃষ্ণার নিশ্বাস ছাড়ে।


দুর হতে খুজি জলরং
।।।।।।। যেথায় আকা মনের ছবি
শুনি বিজয় কবিতার ঢং
।।।।।।।। আপেক্ষিক এক কবি।


দুর হতে রাখি চোখ
।  ।।।।।। বজ্রকঠিন চলার পথে
শুনিতে খুজি এক মুখ
।। ।। । সংগী হবে কি তব সাথে।


দুর হতে চিৎকার করিয়া হাসি
।।।।।।। দেখিয়া খোলা মাঠ প্রান্তর
শুনে কথা উর্ধগগনে ভাসি
।।।।।।।।। কম্পমান পৃথিবীর অন্তর।


দুর হতে বিবাগী মনে
।।।।।।।। খোজে আকাশের ভাসা মেঘ ফুল
শুনি শব্দ জনেজনে
।।।।।।।।। মৃতুঞ্জয়ির নেইকো ভুল।