একুশের ইতিহাস ও আমার ভাবনা


ভাষার দাবী নিয়ে মাঠ তখন সরাগম
চক্রান্ত তখন রাষ্ট্রভাষা নিয়ে গমগম
চাইছে ওরা উর্দুই হবে একমাত্র রাস্ট্রভাষা
ছাত্রসমাজ প্রতিবাদে আনলো একআশা
বাংলা ও উর্দুই দুটোই থাকবে সংবিধানের ভাষা


রাস্ট্রভাষা বাংলা চাই ,মিছিলে কাপছে রাজপথ
144 ধারা ভংগ,চলছে ভাষার জন্য অগ্নিঝড়া  রথ


মাতৃভাষার দাবী নিয়ে ছাত্র সমাজে উত্তাল
মায়ের ভাষায় রাষ্ট্র চলবে ছিল দৃঢ় মনোবল
গুলি চালালো সম্মুখ সমরে পুলিশের পেটোয়া দল
রাজপথে ভাসলো রক্তরঞ্জিত বিশুদ্ধ জল


লুটিয়ে পড়লো একে একে ভাষা যোদ্ধা শত ভাই
কম্পিত হলো বাংলার জমিন উর্দুর নাই ঠাই

কবিতায় লিখি একুশ জয়ের গান
বাংলায় কথা বলি বাড়াই মোদের মান
এ ভাষার জন্য যারা দিয়েছিলো প্রান
হৃদয় হতে জানাই তাদের স্বশ্রদ্ধ সম্মান।


মায়ের ভাষায় বর্ণমালা এযে স্বপ্নের উপহার
দিলেন এনে মুখের ভাষা রফিক শফিক জব্বার
রাজপথে জীবন দিয়ে তারা গেলেন পরোপার
দোয়ায় ভরি হৃদয় হতে কুর্ণিশ সহস্রবার  


বাংলায় কথা বলি বাংলায় বাধি সুর
বাংলায় লিখি ভাবকথা লাগে সমুধুর


বাংলায় হাসি বাংলায় ভাসি মায়ের আচল ঘেষে
বাংলায় আকাশ ছুয়ে দেখি মায়ের কোলে বসে
বাংলা ভাষায় কথা বলে যতটা সুখ পাই
ভীন ভাষায় সুখের নেশায় বাংলা ভুলে যাই


একুশের প্রত্যয় আজ এসেছে মনের কিনারে
মায়ের মুখে হাসি থাকুক সঠিক বাংলার ব্যবহারে


বাংলার বর্ণ সহজভেদ্দ্য, নাই অন্যকোন ভাষায়
মায়ের মুখের শব্দচয়নে বাচি বড় আশায়।


ক  এ কলা খ এ খাই
মাতৃভাষায় গান গাই
গ এ গরু ঘ এ ঘাস
বাংলায় খুশি বারো মাস
উম তে কোলা ব্যাং
চাবুক খেয়ে ভাংছে  ঠ্যাং
চ এ চোখ ছ এ ছানি
বাংলা ভাষা অমুল্যখানি
জ এ জল ঝ এ ঝড়
মায়ের ভাষায় নাহি পর
ট এ টাকা ঠ এ ঠাই
উর্দ র কোন স্থান নাই
ড এ ডাব ঢ এ ঢোল
ভাষার জন্য হট্টগোল
ণ তে হরিণ শাবক
বাংলা শিখতে নিবো সবক
ত এ তালা থ এ থলে
বাংলার তোড়ে উর্দু নামলো জলে
দ এ দাত ধ এ ধান
শুদ্ধ বাংলা আনে সম্মান
ন তে নদীর দেশে
ভাষা শহীদদের রাখি পাশে।।।।।।