--ফাঁসি--
প্রকৌশলী আলতাফ হোসেন


প্রস্তুত ফাসির মঞ্চ বিনা অপরাধের  সাজা
সকল প্রস্তুতি সম্পন্ন- জল্লাদ মারছে কাছা।         দোয়া পড়িয়ে ইমাম সাহেব করালেন যখন তওবা
ঠোটে মুচকি হাসি-অস্ফুট ইশারায় ব্যক্ত সবাই ভাল থাকবা।
আর দেরী নয় এবার ফিরতেই হচ্ছে- হয়েছে চুড়ান্ত আয়োজন
সবার কাছে ক্ষমা চাই !  আমাকে আজ আর নেই প্রয়োজন।
সেদিন একফোটা জল গড়েনি কপোলের লাল গালিচায়
স্মরনে  ছিল শুধু জন্মদাতা আর জন্ম দেয়া মাতাপিতা
তোদের  জন্য রেখে গেলাম শুধু একখান শুন্য লেখা খাতা।
বেচে থাকার জন্য মরিয়া হয়ে কত রাতকে করেছি দিন
মৃত্যুমুখে দাড়িয়ে বুঝছি ইহজীবন ছিল ক্ষীন।
অস্থির সবাই ,আর সময় নেই দিতে হবে পারি
মৃত্যু অতি সন্নিকটে - জীবন যুদ্ধে গেলাম হারি।
কালো কাপড়ে ঢেকে দিলেন মুখমন্ডল খানি
গলায় দিলেন রশির প্যাচ -ছিল ফসকা গেড়ো-জানি
ইশারায় দিবেন টান, ফাকা হবে পদতলের মাটি
ঠিকানা এবার সেখানেই যেখান হতে এসেছি হাটি
নিরব দুনিয়া ,একটি পাতাও নড়েনা, চোখের পলক গেছে থেমে
কেবল শুন্যে তাকিয়ে দেখতে চেয়ে শরীর ভিজছে ঘেমে
সময় যেনো নিমিষেই শেষ -আর হবে না দেখা -
বিদায় বন্ধু সজন,প্রিয়মুখ ভালবাসা ছিল মাখা।
পলক ফেলেছি কেবল-চেপে ধরলো দুহাত বাড়িয়ে চওড়া গলা
মনে হলো যেনো বুকের মাঝে বিধে গেলো তীক্ষ্ণ সুক্ষ ফলা
এক ঝলকে দিলেন টান গলায় পড়লো ফাস
অন্ধকার হয়ে নেমে এলো মৃত্যুযন্ত্রনার ইতিহাস
চিৎকার করতে চেয়ে আটকে গেলো দম
ব্যথায় কেবল ইশ বলেছি -দেখলাম মৃত্যুযম
শরীর হলো নীল ,চিরস্থায়ি জগতে হলো প্রবেশ
নিস্তেজ হয়ে হারিয়ে গেলো প্রাণ - শিরায় রক্ত নিরুদ্দ্যেশ।