হৃদয় ফেলে এসেছি অই ভরা গাংগের কুলে,
হচ্ছে মনে কোথাও একলা পথিক যাই চলে।
মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নেই হৃদয় মন খুলে,
বলাকার বেশে উড়ি যাতনার পাখা মেলে।


হৃদয় এসেছি ফেলে শিশির ভেজা  ঘাসে,
চিনহ একেছি পথে পথে ঘুরে বারো মাসে।
দেখে পথিক হৃদয়হীনা মিটিমিটি হাসে,
খেলাঘরের স্মৃতিগুলো সতেজ দুর্বায় ভাসে।


হৃদয় ফেলে এসেছি মনপাখির ঘর দরজায়,
বিহনে বসে খুজি প্রেম রুপোলী রৌদ্রছায়ায়।
ঝরাপাতার মর্মর বাজে কুহেলিকার আশায়,
দোলে মন প্রতিক্ষন দুর হতে ডাকি ইশারায়


হৃদয় ফেলে এসেছি জলে ভাসা শেত্বপদ্মের মাঝে,
ভুলতে গিয়ে তুলতে ফুল কাটার আঘাত হৃদয়ে বাজে
অনল যন্ত্রনা তবু হাসিমুখে থাকা সকল কাজে,
চোখেতে অশ্রুবারি বয়ে যায় বিহান সাজে।


হৃদয় ফেলে এসেছি অঝোর ঝরণা ধারায়,
পাহাড় কান্নার রুপের বাহারে মন যে হারায়।
মেঘরাশির জল শুকনো বালু কনা ভাসায়,
প্লাবিত মন করে আলাপন উড়ে স্বপ্ন ডানায়।