গান-1
মনের মত মন
রাখিবো যতন
সারাক্ষন,,,, সারাক্ষন


তুমি যদি আসো পাখি
কেদে ভাসাই জলে আখি
তোমার গন্ধ গায়ে মাখি
ভালবাসার গান লিখি


ওওওও প্রিয় সখি ।।।।।
ও সখিরে তুই মনেরি মতন
তোরে রাখিবো যতন
এ মনে সারাক্ষন,,,,সারাক্ষন


তুমি যদি দাও কষ্ট
হবো আমি লক্ষ ভ্রষ্ট
মন মননে হবো নষ্ট
সুখে রাখিতে হবো সচেষ্ট


ও সখিরে তুই মনেরি মতন
তোরে রাখিবো যতন
এ মনে সারাক্ষন,,,,সারাক্ষন


পাখি তুমি যদি ডানা মেলে
উড়ে বেড়াও ডালে ডালে
বাধি কেমনে প্রেমাচলে
ফিরে এসো প্রেমের জালে


ও সখিরে তুই মনেরি মতন
তোরে রাখিবো যতন
এ মনে সারাক্ষন,,,,সারাক্ষন


তুমি যদি পাশে বসে
আমায় বলো ভালোবেসে
দুঃখ দিওনা হেসে হেসে
মরে যাবো  তোবে অবশেষে


ও সখিরে তুই মনেরি মতন
তোরে রাখিবো যতন
এ মনে সারাক্ষন,,,,সারাক্ষন


মনের মত মন
রাখিবো যতন
সারাক্ষন,,,, সারাক্ষন


ঊম্মম্মম্ম রাখিবো সারাক্ষন


গান সংস্করণ
গান-2
পাখি একা একা বসিয়া গুনগুনিয়ে গাহিয়া
কি শোনালে আমারে এএ
ভালবাসো নারে বন্ধু ভালবাসো না।
আমারে ছাড়িয়া কেমনে আছো বাচিয়া
একবারও ভাবলেনা আমায়, ও বন্ধুরে
আমি ভালবাসি এখনও তোমায়,,,,
তুমি ভালবাসো নারে বন্ধু ভালোবাসোনা।
স্বপ্নে দেখি মাঝে মাঝে,
তুমি আছো সকল কাজে
যতনে রেখেছো ,,,দিয়েছো মনে ঠাই
অ বন্ধুরে যতনে দিয়েছো মনে ঠাই
আসলএ ভালবাসো নারে বন্ধু ভালো বাসোনা।
এজীবনে তুমি ছিলে আমার একান্ত আপন
তুমি চলে গিয়েরে বন্ধু ,
আমার হইয়াছে মরন
তবুও আশাতে বাধিয়া, খুজি তুমি যে আমার
অ বন্ধুরে খুজি তুমি যে আমার,,,
আসলে ভালবাসায় বাধনি আমায়
বন্ধুরে ,
তুমি ভালবাসো নারে বন্ধু ভালোবাসো না
পাখি একা একা বসিয়া,
গুনগুনিয়া গান গাহিয়া,
কি শোনালে আমায়,
ভালোবাসো নারে বন্ধু ভালোবাসোনা।


গান লিখলাম।। ।। ভালবাসা আর তুমি আমি ছাড়া গান  লিখতে চাইলেও হয় না। বিরহ, বেদনা, দু:খ (সেটা হউক অবাস্তব বা বাস্তব) গানের উৎস