কোন স্বর্গ রাজ্যে গিয়েছো তুমি হারিয়ে
আমায় একা ফেলে দুহাত না বাড়িয়ে
খুজি তোমায় আজও সীমানা ছাড়িয়ে
তুমি আসবে অপেক্ষায় আছি দাড়িয়ে
মনের অজান্তে ভুল পথে পা বাড়াই
একা চলতে  প্রায়ই থমকে দাড়াই
তাকাই দুপাশে  ফুলের গন্ধ ছাড়াই
হঠাৎ নিজেকে নিজের কাছে হারাই


জানা জগতে দিশাহীন অচেনা হই
কন্ঠ নির্বাক অক্ষীগোলকে উড়ে ছাই
চেতনে নিশিভোর নগ্নতা খুজে পাই
বিবর্ণ চোখে মুখে তুমি কেবল নাই
বুকফাটা চিৎকারে শুধু গান গাই
যেন অতিতের সুখ প্রানে পায় ঠাই।