ঐ দূর সীমাহীন আকাশ আমায় ডাকে
সেখানে নীড়হারা পাখিরা উড়ছে ঝাকে ঝাকে
রুদ্রনীল আমায় টানে তার দিকে
ইচ্ছে হয় ফিংগে হয়ে ঘুরি মেঘাকাশের ফাকে


টলটলে নীলজলের মহাসমুদ্র আমায় করে ইশারা
শত সহস্র মৎসজীব খেলছে সেথায় হয়ে দিশেহারা
সেই অভ্রনীল আমায় তার ভাটায় নিতে চায় পরম্পরা
ইচ্ছে হয় রংগীন জলজ হয়ে সাতড়িয়ে হই অধরা


ঐ পূর্ণিমার চাদের আলো আমায় কিঞ্চিত আশা জাগায়
অগনিত ধ্রুবতারা সেথায় ছুটে বেড়ায় আলোক শিখায়
শুভ্রতারা আমায় মোহিত করে  যেন ঝিকিমিকি অপসরা
ইচ্ছে হয় তারাদের সান্নিধ্যে যাই ভর করে প্রজাপতির ডানায়


ঐ দূর পাহাড় আমায় বিস্ময় জাগায় মনে মনে
ঠায় দাঁড়িয়ে পথিক দেখি তার শোভা ক্ষনেক্ষনে
পাহাড় চুড়া হতে পাদদেশ বলে এসো ঘুড়ি বনে বনে
ইচ্ছে হয় বসত গড়ি সেথা  ঐ সুবিশাল পাহাড়ের টানে