জন্ম তোমার না হলে বাংলায়
স্বাধীনতা পেতামনা
বিশ্বসভায় বাংলাদেশের নামটি থাকতোনা


জন্ম তোমার না হলে বাংলায়
লাল সবুজের পতাকা পেতামনা
বিশ্বকবির জাতীয় সংগীতে বাংলা থাকতোনা


জন্ম তোমার না হলে বাংলায়
শহীদের রক্ত দিতামনা
বীরশ্রেস্ট বীর উত্তম কিছুই পাইতামনা


জন্ম তোমার না হলে বাংলায়
স্বাধীনতার বীজ বপন হতোনা
বীর বিক্রম আর বীরাংগনা তৈরী হতো না


জন্ম তোমার না হলে বাংলায়
7 মার্চের ভাষন হতোনা
বীর বাংগালী আর অস্ত্র নিয়ে যুদ্ধে নামতোনা


জন্ম তোমার না হলে বাংলায়
বাংলায় কথা বলা যেতোনা
ত্রিশ লক্ষ শহীদের বিনিময়েও স্বাধীন হতামনা


জন্ম তোমার না হলে বাংলায়
শুভ্রতায় ভরা নীলাকাশ পেতামনা
দুলক্ষ মা বোনের ইজ্জ্বতেও স্বাধীনতা পেতেমনা


জন্ম তোমার না হলে বাংলায়
25 মার্চের কালো রাত্রি হতোনা
যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতোনা


জন্ম তোমার না হলে বাংলায়
26 মার্চ তৈরী হতোনা
যুদ্ধের বিনিময়ে স্বাধীনতার ঘোষনা পেতামনা


জন্ম তোমার না হলে টুংগীপাড়ায়
সোনার বাংলা হতোনা
সবুজ শ্যামলে ভরা মাটির গন্ধ পেতামনা


জন্ম তোমার না হলে বাংলায়
70 এর গন অভ্যুথান হতোনা
পরাধীনতার শৃংখল হতে মুক্তি পেতামনা


জন্ম তোমার না হলে বাংলায়
চারিদিকের বিজয় উৎসব হতোনা
সত্তরের নির্বাচনে মেজোরিটি পার্টির নেতা পেতামনা


জন্ম তোমার না হলে বাংলায়
এদেশ স্বাধীন হতোনা
সোনার বাংলার বংগবন্ধু শেখ মুজিব পেতামনা