আমি চেয়ে চেয়ে দেখি হৃদয়ের মাঝে আকি
আকাশের মত  সুভ্র নীল
আমি বসে বসে ভাবি ভাবনায় ডুবে যাই
আকাশে ভাসে ধ্রুব শংখচিল।
যে আছে হ্রদ মাজারে সে তো আমার নয়
সে যে কার তবে কি করেছি ভুল?
শয়নে স্বপন দেখি তুমি কৃস্নকলি ফোটা ফুল
তুলিতে সেথা কাটার আঘাতে হই ব্যকুল।
আমি হতচকিয়ে আখি মেলে দেখিবার চাই
তুমি আসিবে কি তবে  বাচিতে ইহকাল।
আমি সাগড়ের জলে খুজি ধবনিত শব্দ খানি
নোনা জ্বলে ভাসিয়াছি চোখ উপচে পরে দুকুল।
আমি ঢেউয়ের ভাজে হারিয়ে ফেলি স্বপ্নমাখা মুখ
এ যাতনায় পিস্ট হয়ে ভাংগে তবে ভুল।
আমি বাতাসের গন্ধ খুজে চেনা পথে চলি
কাদিতেছি অমৃত স্বরে তাই বহুকাল।
অন্তরে বাধিয়া গান গাই সুরে সুরে বেমানান
তবুও কি শুনিতে পাওনা তবে চিরকাল ।
আমি অন্ধকারে আলো খুজি মায়ার ছায়া
পাইনা একালে ছেড়ে দিয়েছি তাই হাল
তবে কি স্বপ্নের দেখা কল্পোলোকে বাজিবেনা গান
শুনিয়া আপন মনে তুলিবো  সুখের পাল।


অসম্পুর্ন,,,,