ক'দিন হয়ে গেলো ,
মনে পড়েনা হৃদয়ের গহীন বালুচরে
মনের ভেতর হাটোনা বিড়বিড়িয়ে এক পা দুপা করে
ভ্রুকাজলে আকোনা হিজল বনের পাখিরে
জানালার ফাকে খুজোনা আলস্যে ভরা দুপুরে।


ক'দিন হয়ে গেলো,
স্বপ্নের মাঝে উকিঝুকি নেই গভীর রাতে
নিদ্রাগমনে বাধা নেই পাখিডাকা প্রাতে
ধুমপানে নিষেধ নেই অগ্নি স্ফুলিংগ হাতে
ছুতে কোন মানা নেই ,নেই তুমি যখন হতে ।


ক'দিন হয়ে গেলো,
নুপুরের আওয়াজ শুনিনা বাড়ির উঠোনে
দুহাত ভরা চুড়ি আর ভাড়ী দুল নেই কানে
কোকিলের কুহতান শুনিনা ঘন বাশবনে
অস্থির হয়ে থাকিনা আবেগি প্রশ্নবানে


ক'দিন হয়ে গেলো,
বাকা ঠোটে হাসোনা একলা মনে বসে
অসময়ে বায়না নেই ধ্রুব ভালবেসে
ভ্রু কুচকে বলোনা দুঃখ তবে কিসে
ভুলে তব যেয়োনা থেকো চিরপাশে।


ক'দিন হয়ে গেলো,
নীরবতায় দগ্ধ হয়ে জলছি দিবানিশি
নিলীমায় কাল মেঘ করছে হাসাহাসি
কিঞ্চিত ভয় নেই আকাশ ভেলায় ভাসি
তবুও দেখা নেই হয়েছে মরন ফাসি।


ক'দিন হয়ে গেলো,
ভেজা চুলের গন্ধ নেই প্রাত্ররাশের পরে
কালকেশের ওড়া নেই কালবৈশাখি ঝড়ে
তোমার সাজার গন্ধ নেই ছোট্ট মাটির ঘরে
আমায় নিয়ে ভাবনা নেই দুঃখ তোমার তরে।