কি করে বাচি বলো
সংগে আমায় নিয়ে চলো
ভাসাবো সাধের ভেলা
খেলবো সুখের খেলা
কি করে বাচি এই রৌদ্দুরে
তোকে ছাড়া বহুদুরে
উড়াবো লাটাই সুতা
লিখবো গান কবিতা
কি করে বলি এই রাত্রীরে
সংগী করো এই যাত্রীরে
পার করতে সুখের তরী
মরিলে এক সাথে মরি
কি করে বলি ঐ আকাশটাকে
সংগি করে নাও তোরই বাকে
জ্বলাবো মিটমিটি তারা
চাইনা হতে বাধন হারা
কি করে বলি বিকেলটাকে
ঘুংঘুর পায়ে কলসি কাকে
পদ্ধ পুকুরের জলে ভেজা দেহ
দেখিতে চায় মন আমি ভিন্ন নয় কেহ।
তুই কবে আসবি বল
হাতটা ধরে বলবি চল
তোকে দেখে ফেলবো চক্ষুজল
কপোল বেয়ে নামবে স্রোতঢল
তুই কবে আসবি বল
তুই কবে বলবি সংগে চল