"চেষ্টা করে কিছুদিন বাসায় থাকি
     নিজে ও পরিবার করোনা মুক্ত রাখি"


এক.


বিশ্ব ভ্রমান্ড আজ দুর্বিষহ সময়ের যাত্রায় ধাবিত
মহামারি করোনায় দিশেহারা মাত্রায় প্রকম্পিত
পরাক্রমশালীর(মহান আল্লাহ)শক্তির মহড়ায় পৃথিবী আতংকিত
জগতস্রষ্ঠার লীলাখেলায় মানবতা আজ ধবংসিত।


বাচতে তাই প্রার্থনা করি
হে মহান প্রভু তুমি দয়াবান
তোমার ইশারায় চলে দুনিয়া ও আসমান
তোমার কাছে নতজানু দুনিয়ার সব শক্তিমান
ক্ষমা করো প্রভু করোনা হতে বাচাও সকলের জান।
হে দয়ার সাগড় তুমি রহিম রহমান
তোমার তরে গাইযে মোরা ক্ষমার জয়গান
আমরা তোমার মহা গোনাহগার বান্দা নাফরমান
সপে দিয়েছি আমরা মোদের তুমি রক্ষাবান।


তুমি দেখিয়েছো ক্ষুদ্র এক শক্তির প্রদর্শন
তুমিই দিতে পারো এহতে কেবল পরিত্রাণ
নেই ঔষধ নেই  কোন প্রতিষেধক প্রবাহমান
হে মাবুদ তুমি বিনে সবই দুর্বল এটাই তার প্রমান ।


দুনিয়ার সব ক্ষমতাশালীরা আজ বিপর্যস্ত ভীত
শংকায় আছি কখন কার প্রাণ্খানী হবে অস্তমিত


হে আল্লাহ
তোমার তরে পানাহ চাই তুলে নাও করোনার আঘাত
আর যে পারছেনা পৃথিবী সইতে এই ঘাত প্রতিঘাত।


দুই.


পৃথিবী বুঝি মানব সভ্যতার সাথে অভিমান করেছে
নীল আকাশটায় তাই শীতল ঘনবসতী কমেছে
প্রবাহমান প্রকৃতির সকল ক্রিয়া থমকে গেছে
বসন্ত শেষে গাছের কচি পাতাও ফ্যাকাশে লাগছে


বাতাসে হাহাকারের কান্নায় চলছে আকাশ ভারীর মেলা
নেই ভরা পুর্নিমার রাতে তারাপুঞ্জের এলোমেলো খেলা
সবকিছু ধুধু চোরাবালিতে আটক চলমান ধবংস লীলায়
মনবতাও হারিয়ে গেছে দুর্বার শক্তির করোনার জালায়
পথে পথে মৃত্যুর মিছিল আর বুকে স্বজন হারানোর চিৎকার
যেনো উল্কার বেগে লাফিয়ে পড়া গলিত লাভার ফুৎকার
এযে বিরামহীন ঘৃনা,হিংসা বিদ্বেশের অহর্নিশ প্রতিদান
জাতভেদ নেই এখানে,নেই উচু-নিচুর সর্বনাশা যুদ্ধবান
সকল ধর্ম আজ একই মন্ত্রে করছে প্রার্থনা পুজা
চাইছে মুক্তি, মোদের পেশিশক্তি পাপের সাজা।


দাও হে দয়াময় মুক্তি
কার আছে তুমি বিনে শক্তি
যে দিবে মোদের রক্ষার মন্ত্র
তুমি দাওনি এখনও সেই যন্ত্র।


তিন.
পৃথিবী ধংসের আলামতে
ব্যস্ত দুনিয়া এখন গৃহবন্ধী
যুদ্ধ বিগ্রহ স্তব্ধ
আবদ্ধ সমাজ অধিপতিদের সব ফন্দি
চলছে ঘরে ফেরার মহড়া
দেরী নয় চলো ঘরে চটজলদি
কর্মে ফাকি থাক বাকি
করোনায় পরিত্রাণ পেতে হবেনা  কোন সন্ধি


আকাশটা আজ কাদছেনা
ঝরনা ধারা বইছেনা পৃথিবীর বুকে
রাত্রী সজল তারাগুলো জলছেনা
মৃত্যুর প্রহরে গুনছে দিন ধুকে ধুকে
শুভ্র মেঘগুলো যেনো হেসে উড়ছেনা
প্রকৃতি আজ ব্যস্ত নিতে হিসাব চুকে
ঝরবাতাসের উষনতার তর সইছেনা
চাইছে সবে অশুভ শক্তিকে দিতে রুখে।


চার.


দুঃস্বপ্নে কাটছে দিন
উৎকন্ঠায় বাড়ছে ভয় সীমাহীন
ভয়ংকর একাত্তর দেখিনি দেখিনি বায়ান্ন
ভয়াল করোনা ঢের বেশি করছে ছিন্নভিন্ন।
এ যুদ্ধ পৃথিবী সুদ্ধ
প্রতিপক্ষ ক্ষদ্রাতি ক্ষুদ্র অনু পরমানু
যার ঢাল নেই তলোয়ার নেই
হচ্ছে সবাই একনিমিষেই নতজানু
এ একক গেরিলা যোদ্ধা বটে
নেশা কেবল মৃত্যু দেখা পৃথিবীর তটে


ঘরে ঘরে ঢোকে গোপনে গোপনে
দেয় কামড় বিষদাতে আপন সুখী মনে
আসে যদি কাছে কেউ ছোবল দেয় গোপনে।


দুঃসহ বেদনায় ভারাক্রান্ত বিমুর্ষ ম্রিয়মান
পৃথিবীর আছে যত ভীত মানবের প্রান
এক করোনার মুঠোয় দুনিয়া কাপছে থরথর
হুংকার হুংকারে প্রিয় জানটা হচ্ছে ঝড়সড়।


চেষ্টা করে কিছুদিন বাসায় থাকি
নিজে ও পরিবার করোনা মুক্ত রাখি।