সীমাহীন আকাশ ভরা তারা
যেনো অগোছালো ছন্নছাড়া
এদিক সেদিক ঘুড়াঘুরি খেলা
নেই সাজানো পথ গাথা মালা


লাগে ভালো তারার প্রেম অজানা নেশায়
নীলাকাশ পানে তাকাই মেঘবালিকার আশায়
ঝুমঝুম বৃস্টি হয়ে নামলে চোখে ক্রন্দনের বেশে
বাতাসের শীতলতায় ঘুমন্ত চোখে স্বপ্ন আসে


সুর্যের খরতাপের প্রেমে মুগ্ধ হয়ে হৃদয় হাসে গগনে
জোৎস্নার আলোয় ঝলসিত স্পর্শে ভাসি উর্ধবপানে
বিষন্নতায় কালোমেঘ ইশান কোনে মিটিমিটি হাসে
ঘুড়ন্ত সাগড় জলের প্রলয়ে ভিটেমাটি ভাসে,


আকাশের জলসমেত মেঘের খেলায় ছুটোছুটি
অসম প্রেমের জোয়ারে তেপান্তরে লুটোপুটি
চাদের দেশে সবুজের ছোয়া মেটায় পিপাসায় জল
মেঘের শাড়ী পড়ে মনের কিনারায় এসে দিলে স্রোত ঢল


সংখ্যাবিহীন সরল অংকে দিয়েছি মনে ঠাই
অক্ষরবিহীন ভাষা মালায় মৃদু কন্ঠে গাই
তুমি চাদ না হয় জোৎস্না হয়ে জড়িয়ে দাও মুড়িয়ে
মেঘের ওপাড়ের হাওয়ায় চড়ে যাব আকাশে হারিয়ে,


।।।।।।।।। প্রকোশলী আলতাফ।।।।।।।