রংগীলা  প্রজাপতি রে তুই
ঘুড়ে বেড়াও নীল দিগন্ত ছুয়ে
হারিয়ে যাও দৃস্টির সীমানা পেরিয়ে
হিমেল হাওয়ায় পালক নাচিয়ে
ঘুরে ঘুরে বেরাও সারা বেলায়।


ভর দুপুরে মাঝে মাঝে
এসে বসো মনের অগোচরে
প্রান পাখিরে ,, গান গেয়ে যাও
কন্ঠে জাদু মেখে
সুরের তালেতালে ধুম্রজালে
বেধো সুতোয়  পরম্পরায়।


রংগীলা প্রজাপতিরে তুই
নেচে নেচে এসে বসো মনে
করো বাস মনের সংগোপনে
আপন করে নাও মিস্টি করে হেসে
বেধে রেখো মায়ার চাদরে আপনায়


নীল প্রজাপতিরে তুই,,,,
ডানা ঝাপ্টাও তুমি ফুলের মধুমুখে
চাদের হাসির মত উচ্ছাসে ব্যাকুল
থাকতে জলে সচ্ছ এক চিলতে সুখে
দুখি হতে পারনা তুমি দুরন্তপনায়।


এটি মুলত গান হিসেবে লিখেছি
আমার স্ত্রীর জন্মদিন উপলক্ষে