রাত্রি যখন গভীর হয়ে নিরবতা প্রার্থনারত
ঘুমোট অন্ধকারে ক্ষুদ্র পোকাগুলো কেবল জেগে থাকে
আলোর মিছিলের চাকচিক্য দেখামেলে চারিপাশে
রাস্তার কোনে দাড়িয়ে দেখি মন পাগলের খুনসুটি।
।।।। বেলকনিতে ঠায় নির্বাক হয়ে দেখা যায়
       তারাপ্রদীপের আবছা সৌন্দর্যরূপের অহমিকা
       কেবল জেগে থাকা একমাত্র জোনাকির
       আলোয় অপরুপ ছায়ায় বেমানান মেঘগুলো।
ঘুমজাগ্রত পাখিগুলোর নিশব্ধতায়
নিস্তব্দ হয়ে বদলে যায় পৃথিবীদেবী
ডালিম গাছের তলায় আড়ি জমানো স্বপ্নগুলো
মস্তকে নাড়া দেয় অবিরাম,শানিত করে মন
কিছু নাবলা কথা শোনায় মনের গভীরের আত্বাকে।
         রাত্রি যখন নির্ঘুম , কিছু জলন্ত দেহ জেগে রয়
         রাস্তায় ফ্লাডলাইটের ঝলমলে আলোয়
         জোনাকি আর দেহগুলো মিলে যায়
         সৌন্দর্যে আর প্রজ্বলনের অহংকারে  ।।।।
ছুতে গিয়ে ফসকে যায় সে আলোর মিছিল
কেবল আশাভংগের চিত্ররুপ ভাসে
মনাকাশে ক্ষনিকের তরে শানিত হয়
ধুমায়িত স্বপ্নের মায়াজালে আবদ্ধ মধ্যরাত ।