আমি এইতো সেদিনের ছোট  সোনা তোমার খোকা
হাত ধরে মা শিখিয়েছিলে পথ চলা আকা বাকা
অস্থির করে দিতাম কথায় কথা পাকা পাকা
ক্ষুধা পেলে দুগ্ধপানে কান্নায় হতো তোমায় ডাকা ।
কান্নার শব্দ ওয়া ওয়া কি যে মধুর ছিল তোমার কাছে
ছুড়ে ফেলে তুমি আসতে ছুটে বসতে আমার পাশে
কোলে তুলে চুমু-আদরে উঠতাম আমি হেসে
বাকা ঠোটে বলে দিতাম,বসো ছোট খোকার কাছে।
সেই দিনের সেই ছোট খোকা আজ বড় হয়েছে মা
একা একা চলা শিখেছে দরকার তোমার হয়না মা
কথা বলতে আর হয়না কস্ট শেখাতে হয়না মা
সব কিছু আজ একাই করি অনেক বুঝি আজ মা।
মা তোমার আচলে আর মুখ মুছিনা ঘামে ভেজা জল
শুচু করে দাওনা মাগো ত্যাগ করলে গন্ধওয়ালা মল
বাটী হাতে দুধ ভাতে পিছু ছুটোনা খাবে এখন চল
গায়ে গতরে শক্তি হয়েছে বাহুতে অনেক বল।
শক্তিতো মা তোমার দেয়া চলি একলা পথে
তুমি থাকো সারাক্ষনি মন মননের সাথে
সামনে চলার সাহস জোগাও যাদু তোমার হাতে
দোয়া করো নামাজ পড়ে অন্ধকার রাতে বা প্রাতে।
আমি এখন বড় হয়েছি, বড্ড বেশি বড়
তুমি এখন শুয়ে থাকো হয়ে জড়সড়
এখন তুমি একলা মাগো শুন্য তোমার ঘর
আমি এখন খুজিনা তোমায় পেশি সবল নর।
আমি বড় হয়েছি ঠিকই দারুন সার্থপর
তোমায় ছাড়া গড়েছি মাগো সুখের একখান ঘর
তোমায় মনে করিনা মাগো করেছি তোমায় পর
চোখের জলে কপোল ভিজাও নামে কান্নার ঝর ।
আমি এখন ধন্য হয়েছি শুন্য করেছি তোমায়
আপন চিন্তায় মগ্ন হয়ে পর করেছি আমায়।
মা তোমাকে অনেক ভালবাসি আছে উত্তাপ
বলতে পারি না মুখ ফুটে কতটুকু পরিমাপ
কেবল দুর হতে দেখি তোমার মুখোবয়ব
দোয়া করি সুস্থ্য দেহে বেচে থাকো ,করো মাগো মাফ।


আর লিখতে পারলাম না মাগো
চোখের জলের বন্যায় ভাসছি মাগো
ক্ষমা অযোগ্য আমি মাগো
মাগো মা ,মা আমি ভালবাসি।
মাগো তোমায়।